Subscribe Us

বান্দরবান এবং এর দর্শনীয় স্থান, মেঘলা, জলপ্রপাত, এখানে যা যা আছেনীলগিরি (Nilgiri)স্বর্ণমন্দির (Golden Temple)মেঘলা (Meghla)শৈলপ্রপাত (Shoilo Falls)নীলাচল (Nilachol)মিলনছড়ি (Milonchori)চিম্বুক (Chimbuk Hill)সাঙ্গু নদী (Sangu River)তাজিনডং (Tajindong Hill)কেওক্রাডং (Keokaradang Hill)জাদিপাই ঝরনা (Jadipai Falls)বগালেক (Boga Lake)মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স (Mirinja Tourist Complex)প্রান্তিক লেক (Prantik Lake)ঋজুক জলপ্রপাত (Rujuk Falls)নাফাখুম জলপ্রপাত (Nafakhum Falls)। এ ছাড়া বান্দরবানে কয়েকটি ঝিরি রয়েছে।

বান্দরবান এবং এর দর্শনীয় স্থান

চট্টগ্রাম থেকে ৯২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পাহাড়ি শহর বান্দরবান.


বান্দরবান

প্রাকৃতিক সৌর্ন্দয্যের অবারিত সবুজের সমারোহ এবং মেঘে ছুঁয়ে দেখার ইচ্ছে যার আছে সে সহজেই বাংলাদেশের পাহাড়ী কন্যা বান্দরবান ঘুরে আসতে পারেন। সাংস্কৃতিক বৈচিত্র্য, নির্জন বন আর দেশের সবচেয়ে উঁচু কেওক্রাডং-তাজিনডং পর্বতের কারণে বান্দরবান আপনাকে মুগ্ধ করবেই। বিশেষ করে বগা লেক বান্দরবানের অন্যতম সৌন্দর্যের আধার। আপনার কল্পনার বাইরে হলেও এটাই সত্য যে এই লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফিট ওপরে অবস্থিত। চার দিকে বড় বড় পাহাড়বেষ্টিত এই বগা লেক সত্যিই সৃষ্টিকর্তার এক অন্য রকম সৃষ্টি, যা আপনাকে অবাক করবেই। এ ছাড়া অবাক করবে বাংলাদেশেই উৎপন্ন এবং বাংলাদেশে শেষ একমাত্র সাঙ্গু নদী। কারণ, বগা লেকে আপনি যাবেন এই নদীর ধার দিয়েই। পাহাড়ের ওপর থেকে লম্বা নদী আপনার দৃষ্টি কেড়ে নেবেই। চলুন আজ ছাপার অরে ঘুরে আসি সেই পাহাড়ে ঘেরা অপরূপ বগা লেকের পাড় থেকে। আগামীতে যা বাস্তবে রূপ দিতে পারবেন।

বান্দরবান এবং এর দর্শনীয় স্থান

চট্টগ্রাম থেকে ৯২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পাহাড়ি শহর বান্দরবান। প্রাকৃতিক সৌন্দর্যের অবারিত সবুজের সমারোহ এবং মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছে যার আছে, সে বাংলাদেশের পাহাড়িকন্যা বান্দরবান ঘুরে আসতে পারেন। দেখার মতো এখানে যা যা আছে

  • নীলগিরি (Nilgiri)
  • স্বর্ণমন্দির (Golden Temple)
  • মেঘলা (Meghla)
  • শৈলপ্রপাত (Shoilo Falls)
  • নীলাচল (Nilachol)
  • মিলনছড়ি (Milonchori)
  • চিম্বুক (Chimbuk Hill)
  • সাঙ্গু নদী (Sangu River)
  • তাজিনডং (Tajindong Hill)
  • কেওক্রাডং (Keokaradang Hill)
  • জাদিপাই ঝরনা (Jadipai Falls)
  • বগালেক (Boga Lake)
  • মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স (Mirinja Tourist Complex)
  • প্রান্তিক লেক (Prantik Lake)
  • ঋজুক জলপ্রপাত (Rujuk Falls)
  • নাফাখুম জলপ্রপাত (Nafakhum Falls)। এ ছাড়া বান্দরবানে কয়েকটি ঝিরি রয়েছে।

Post a Comment

0 Comments