তানিশার মুড টা বেশ ভালো।ঠান্ডা বাতাস ওর চুলগুলো বারবার এলোমেলো করে ফেলছে।ও আড়চোখে দ্বীপকে দেখছে।সাদা শার্ট কালো প্যান্টের সাথে ইন করা,চোখে কালো সানগ্লাস আর গালে খোচাখোচা দাড়ি সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে....ওরা কিছুক্ষন আগেই তানিশাদের বাসায় যাবার জন্য বের হয়েছে। দ্বীপ ড্রাইভিং করছে আর তানিশা আড়চোখে ওকে দেখছে.....
.
-আড়চোখে দেখছো কেন?ভালোভাবে তাকিয়েই তো দেখতে পারো।আমি তো ফুল তোমার...... (দ্বীপ হাসি দিয়ে)
.
-আমার বয়েই গেছে!!আপনাকে কেন দেখবো আমি তো ওই দোকানের নামটা পড়ছিলাম.....বলেই তানিশা রাগ করে বাহিরে তাকিয়ে থাকে.....
.
-দ্বীপ বুঝতে পারছে তানিশা রাগ করছে তাই ও তানিশাকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়.....
.
-একি করছেন.....!!(অবাক হয়ে)
.
-চুপ করে বসে থাকো....(দ্বীপ)
.
-কিন্ত......(তানিশা)
.
-উহহহহ.....(রাগে ভ্রু ভাজ করে)
.
-তানিশা আরকিছু না বলে ওভাবে বসে থাকে।দ্বীপের শরীর থেকে পারফিউমের ঘ্রান আসছে।বেশ সুন্দর ঘ্রান টা।তানিশা বসে বসে পারফিউমের ঘ্রান টা শুকতে লাগলো.....
.
-পুরো একঘন্টা পর ওরা তানিশাদের বাড়িতে পৌঁছে যায়।তানিশা গাড়ি থেকে নেমে দেখে ওর মা দাড়িয়ে আছে।তানিশা গিয়েই দৌড়ে জড়িয়ে ধরে।
.
-মা কেমন আছিস....(তানিশার মা)
.
-ভালো।মা তুমি কেমন আছো.....?? (তানিশা)
.
-তোকে দেখে ভালো হয়ে গেছি রে মা.....(তানিশার মা)
.
-আচ্ছা চলো ভিতরে যাই..... (তানিশা)
.
-আরে দাড়া জামাইকে আগে আসতে দে.....(তানিশার মা)
.
-তুমি ওনাকে নিয়ে আসো।আমি ভিতরে যাই বলেই তানিশা ভিতরে চলে যায়.......
.
-দ্বীপ এসে তানিশার মাকে সালাম করে....
.
-কেমন আছো বাবা.....(তানিশার মা)
.
-আলহামদুলিল্লাহ ভালো আপনি??(দ্বীপ)
.
-হুম ভালো।চলো ভিতরে যাওয়া যাক......(তানিশার মা)
.
-আচ্ছা..চলুন..(দ্বীপ)
.
-দ্বীপ হাটছেঁ আর তানিশার কথা ভাবছে।কি মেয়ে রে বাবা বাবার বাড়ি আসতেই স্বামীর কথাই ভুলে গেছে...
.
-আচ্ছা মা,বাবা কোথায়/?(দ্বীপ)
.
-সে একটু বাজারে গিয়েছে।তুমি গিয়ে তানিশার রুমে রেষ্ট করো আমি নাস্তা নিয়ে আসছি.....(তানিশার মা)
.
-জ্বী আচ্ছা.....(দ্বীপ)
.
-দ্বীপ রুমে গিয়ে তানিশাকে কোথাও দেখতে পায় না।কিন্ত একটা ছবির দিকে চোখ আটকে যায়।বেশ সুন্দর দেখতে বাচ্চা টা......দ্বীপ ছবিটা দেখছিলো এমন সময় তানিশা ওয়াশরুম থেকে বেড়োয়।দ্বীপকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করে.....
.
-কি দেখছেন এভাবে....(তানিশা)
.
-পিচ্ছিটা কে??(দ্বীপ)
.
-পিচ্ছিটা আপনার সামনেই দাঁড়িয়ে আছে....(তানিশা)
.
-হোয়্যাট...??ইউ মিন এটা তুমি....(দ্বীপ অবাক হয়ে)
.
-হুম.... (তানিশা)
.
-সেজন্যই তো এতো চেনা চেনা লাগছে....(দ্বীপ)
.
-তানিশা আরকিছু বলবে তার আগেই ওর মা নাস্তা নিয়ে আসে।খেতে খেতে তিনজন কথা বলতে থাকে।দ্বীপ একটু পর গাড়ি নিয়ে বেড়োয়।ফিরে এসে দেখে তানিশার বাবাও এসে গেছে।তার সাথে অনেক্ষন গল্প করে।এভাবে দুপুর পেরিয়ে রাত হয়ে যায়।ডিনার শেষে তানিশা এসে জানালার কাছে দাড়িয়ে গ্রিল ধরে ব্যাস্ত শহরটাকে দেখছিলো এমন সময় কেউ এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে......
.
-দ্বীপ এসে তানিশার কোমড়ে হাত রেখে গলায় একটা কিস করে।....
.
-আমার পাখিটার মন খারাপ নাকি...??(আরো শক্ত করে জড়িয়ে ধরে)
.
-...........(নিশ্চুপ)
.
-কি হলো কথা বলছো না কেন..(দ্বীপ ওকে নিজের দিকে ফিরিয়ে)
.
-আমি একটা জিনিস চাইলে দিবেন...??(তানিশা)
.
-হুম বলো।....(দ্বীপ)
.
-আমি ভার্সিটিতে যেতে চাই......(তানিশা)
.
-ওহ এই ব্যাপার।ওকে নো প্রবলেম।পরশু থেকে তুমি ভার্সিটিতে যাবে ওকে.....(দ্বীপ)
.
-সত্তি বলছেন??(খুশিতে জড়িয়ে ধরে)
.
-হায় আল্লাহ এটা কি করলাম আমি?কাল কিস আর আজকে সোজা জড়িয়ে ধরলাম।কি হচ্ছে এসব?ওনাকে দেখে নিজের ফিলিংস টা কন্ট্রোল করতে পারছি না কেন??....(তানিশা মনে মনে)
.
-তানিশা জড়িয়ে ধরাতে দ্বীপ অবাক হলেও একটু পরে ও নিজেও মুচকি হেসে ওকে জড়িয়ে ধরে....
.
-তানিশার বাবার বাসায় দুদিন কেটে যায়।তানিশা ফিরতে চাইছিলো না তবুও ওকে আসতে হলো।আজ ও ভার্সিটিতে যাবার জন্য তৈরি হচ্ছে।অনেকদিন পর ভার্সিটিতে যেতে পেরে ওর ও বেশ ভালো লাগছে,......
.
-তানিশা রেডি হয়ে নিচে চলে আসে।দ্বীপ আগে থেকেই গাড়িতে ওয়েট করছিলো তানিশা গিয়ে ওর পাশের সীটে বসে পড়ে......
.
-তানিশা গাড়িতে বসলে দ্বীপ কার স্টার্ট দেয়।বেশ কিছুক্ষন ড্রাইভিং এর পর ওরা তানিশার ভার্সিটির সামনে পৌঁছে যায়।তানিশা নেমে ভার্সিটির দিকে যাচ্ছে এমন সময় দ্বীপ ওকে ডাক দেয়.....
.
-ও হ্যালো এই বইগুলো কে নিবে??(দ্বীপ)
.
-তানিশা এসে ওর হাত থেকে বইগুলো নিবে এমন সময় ও লক্ষ করে কিছু মেয়েরা একদৃষ্টিতে দ্বীপের দিকে তাকিয়ে আছে।এটা দেখে বেশ রাগ হতে থাকে ওর....।
.
-হুম....এখন আপনি যান....(তানিশা বইগুলো নিয়ে)
.
-আরে কিছুক্ষন থাকি?(দ্বীপ)
.
-নাহ এখনি যান।নাউ.....(তানিশা)
.
-ওকে বাবা যাচ্ছি.....(দ্বীপ)
.
-দ্বীপ গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দেয়।তানিশাও ক্লাসরুমের দিকে যাচ্ছিলো এমন সময় কেউ এসে ওর সামনে দাড়ায়।তানিশা ভ্রু কুচকে তাকায় ওর দিকে.....
.
-হায় আমি সাদাফ....এই ভার্সিটিতে নিউ ট্রান্সফার হয়ে এসেছি.....(হাত বাড়িয়ে)
.
-চলবে....?
.
-(।ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য)
0 Comments