Subscribe Us

BANGLA golpo

কেমন আছো? - এইতো আছি। কোথায় থাকো? - কাছাকাছি। বদলে গেছো? - সবাই বলে। তারপর সব ? - যাচ্ছে চলে। বিয়ে - সাদী? - লাভ কি শুনে। কতদিন হলো? - রাখিনি গুনে। ছেলে হয়েছে? - একটি মেয়ে। কোথায় এখন? - ঘুমালো খেয়ে। নাম কি ওর? - 'সোনা মা' ডাকি। এই নামটা তো..... - এখন রাখি। ব্যাস্ত খুবই? - একটু খানি। বছর পাঁচেক........ - আমি জানি। এড়িয়ে যাচ্ছো? - এমনটা নয়। মনে পড়ে না? - পাইনা সময়। সেদিন যদি........ - থাক সেসব। ভুলেই গেছো? - যথা সম্ভব। থাকতো যদি....... - থাকবে কি আর ? ভুলিনি আমি - যায় আসে কার? রাখবো এখন? - কিছু কি বাকি? ভালো থেকো!! - ভালোই থাকি। এত অভিমান ? - রাখিনি মোটেই। এখন কাদোঁ?? - অল্প চোটেই? হ্যাঁ, কাঁদো কি?? -না, কাঁদি না। বেণি করো চুল...?? - আর বাধি না। বৃষ্টিতে ছাদে?? - যাই না এখন। প্রিয় গানগুলো ? - শুনি কিছুক্ষন। কখন শুনো?? - মন খারাপে। মন খারাপ হয়?? - ভয়ে তে কাঁপে। কিসের ভয়ে?? - থাক আপাতত। কিছুটা আছো?? - আগের মতো? আবার যদি.... - চাই না আমি। আপন কে খুব? - অন্তর্যামী। চাইলে কি দোষ? - হবে বিপরীত। আমি কেউ না??? - শুধুই অতীত........

Post a Comment

0 Comments