এস.এস.সি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ হবে।
যে কথা গুলা একজন পরীক্ষার্থীকে বলবেন না
১. তিনটা পরীক্ষা দিয়েও এ+ পাইলি না
২. তিনটা পরীক্ষা দিয়ে এ+ পাওয়া কোন ব্যাপার হল, আমাদের সময় হলে বুঝতি এই সেই বক্করচক্কর
৩. এই পয়েন্টে ভালো কলেজে এডমিশন পাবি না।
পরিস্থিতির কারনে তারা তিনটা পরীক্ষা দিয়েছে, কারো করুনায় না, তাই এই বিষয় নিয়ে তাদের পিঞ্চ করবেন না। আপনার কথা গুলা ওদের মানুসিক ভাবে দূর্বল করে দেয় যা পরবর্তীতে তার জীবনে প্রভাব পড়ে।
পরীক্ষার্থীদের বলব ফলাফল যা হবে তা তোমার পরিশ্রমের ফলাফল। যত টুকু পরিশ্রম করেছ ততটুকু সফলতা পাবে। এ+ তোমার জীবন নয়, এটা একটা পরিশ্রমের ফলাফল মাত্র।
সকলের জন্য শুভকামনা ❤️❤️
0 Comments