গল্প-❤️বাস্তব জীবনের গল্প ❤️
🥰ফেসবুক প্রেম🥰
🌺পাট-১🌺
লেখক---আহামেদ জাকির
হটাৎ করেই একটা ফেইসবুক গ্রুপ খুললাম আমি জীবন রিদয় ৩বন্ধু মিলে!
শুধু গ্রুপ খুল্লেই তো আর হয় না পোস্ট ও করতে হয় তাই গ্রুপে পোস্ট করি আড্ডা দেই
এই ভাবে বেশ কিছু দিন যায়!
একদিন হটাৎ করে আমার পোস্টে কমেন্টে একটা মেয়ের সাথে কথা বলা!
মেয়েটির সাথে কথা বলতে বলেতে কেনো জানি একটু ভালো লাগা কাজ করে!
ভালো লাগা থেকে মেয়েটাকে বলে ফেললাম আমি কি আপানার ফ্রেন্ড হতে পারি?
মেয়েটা কোনো রিপ্লাই দিলো না!
আমি আবারও বললাম কি হলো কিছুইতো বললেন না?
মেয়েটা কি বলবো বুঝতেছি না!
আমি আবারও বললাম আমি কি ফ্রেন্ড হতে পারি?
মেয়েটা বল্লো হুম হতে পারেন কিন্তু আমি তো ইনবক্সে কারো সাথে ঠিক ভাবে কথা বলি না আমি সব সময় এমন কমেন্টে সবার সাথে মজা করি!
আমি-আচ্ছা কথা না বললেও হবে শুরু ফ্রেন্ড হয়ে থাকি এই বলে তাকে রিকুয়েষ্ট দিলাম
সে- Accept করে নিলো কিন্তু সে দিন আর তার সাথে ইনবক্সে কথা হলো না!
এই ভাবে কিছু দিন কমেন্ট কথা হতো তার সাথে!
একদিন হটাৎ করে তাকে ইনবক্সে মেসেজ করলাম!
আমি-আসসালামুওলাইকুম
মেয়েটি-আলাইকুমআসসালাম
আমি- কেমন আছেন আপনি?
মেয়েটি- আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন?
আমি-এই তো ভালো আছি,,কি করছেন?
মেয়েটি-সুয়ে আছি আর ফেসবুকে আড্ডা দিচ্ছি,,আপনি?
আমি-এই তো আপনার সাথে কথা বলছি!
মেয়েটি আর কিছু বললো না
আমি আবারও মেসেজ দিলাম আছা এই তো বেশ কিছু দিন ধরে আপনার সাথে কথা বলি কিন্তু আপনার নামটাই তো জানা হলো না! আপনার নাম টা কি বলা যাবে না?
মেয়েটি- আমার নাম তাসফিয়া তাসফি তানভি
আর আপনার নাম তো আইডিতেই দেয়া আছে আহামেদ জাকির তাই না?
আমি -হুম এইটাই আমার নাম,
আমি-আপনার নাম গুলা অনেক সুন্দর!
তানভি-ধন্যবাদ
আমি- আপনার বাসা কোথায়
তানভি-আমার বাসা চিটাগং আর আপনার?
আমি- আমার বাসা রংপুর এ থাকি ঢাকাতে!
তানভি- কি করেন আপনি?
আমি-এই তো ছোট্ট একটা জব করি
আপনি কিসে পড়েন?
তানভি- Inter 1 year এ
আমি-ও বাসায় কে কে আছে আপনার?
তানভি-আম্মু আব্বু আর একটা ছোট ভাই,,
আপনার?
আমি-আম্মু আব্বু আর ৩টা ছোট বোন কিন্তু ২টা বোনের বিয়ে হয়ে গেছে আর একটা পিচ্ছি বোন আছে!
তানভি- ও খুব ভালো
আচ্ছা ভালো থাকবেন পরে কথা হবে বাই!
এই বলে সে চলে গেলো আমিও সেদিন আর কিন্তু বললাম না আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম!
পরের দিন রাতে তানভিকে আমি মেসেজ করবো করবো ভাছি কিন্তু আমি মেসেজ দেয়ার আগেই !
তানভি আমাকে মেসেজ করলো
তানভি-হ্যলো কেমন আছেন?
আমি-আলহামদুলিল্লাহ ভালো আপনি?
তানভি- আলহামদুলিল্লাহ ভালো আছি,কি করছেন আপনি?
আমি-এই তো সুয়ে আছি আর ভাবছি আপনাকে মেসেজ দিবো কিন্তু কি কপাল আমার আমি মেসেজ দেয়ার আগে আপনি আমাকে মেসেজ দিলেন!
তানভি- আসলে এতো রাতে কেউ নাই যে কমেন্টে আড্ডা দিবো তাই আপনাকে মেসেজ দিলাম আপনি কি বিরক্ত হলেন নাকি?
আমি- আরে না কি বলেন এই সব
তানভি-আচ্ছা তা হলে ঠিক আছে,এই বার বলেন আপনার Gf এর কি খাবর!
আমি-আমার আবার Gf কই থেকে আসবে আমার কোনো Gf নাই!
তানভি-ও আচ্ছা আপনি তা হলে রিলেশন করেন না?
আমি- না আমি রিলেশন করি না!
তানভি-খুব ভালো তো আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি রিলেশন করেন না!
আমি-আচ্ছা আপনার যদি কোনো সমস্যা না হয় তা হলে কি কলে কথা বলা যাবে?
তানভি-হুম যাবে কিন্তু কি কথা বলবো কলে?
আমি- কল দিলেই বুঝবেন কি কথা বলবেন!
তানভি-আচ্ছা কল দিন!
আমি- তখন রাত ১২টার মতো বাজে আমি সাথে সাথে তানভিকে কল দিলাম!
তানভি-কল রিসিভ করার সাথে সাথে ফোনের ওপার থেকে কি মধুর শুরে বলে উঠলো
আসসালামুআলাইকুম কেমন আছেন?
আমিও তার সালামের জবাব দিলাম আলাইকুমআসসালাম!
জানিনা সেদিন রাতে কি এমন কথা বললাম তার সাথে কথা বলতে বলতে ফজরের আজান দিয়ে দিছে তবুও আমাদের কথা শেষ হয় না!
তখন তানভি বললো এখন আমাকে রাখতে হবে আজান হইছে নামাজ পড়তে হবে আপনিও নামাজ পড়ে ঘুমান কাল আবার কথা হবে এই বলে সে কলটা কেটে দিলো!
আসলে এখানেই থেকেই শুরু আমাদের দুজনের দুজনকে ভালো লাগা
চলবে কি?
নেক্সট পাট লিখবো কি?
কি হইছে পরে আমাদের রিলেশন!
আপনাদের মতামত এর অপেক্ষায় রইলাম ধন্যবাদ!!
0 Comments