Subscribe Us

এই শীতের বিকেলগুলো আমার এমনিই কেটে গেছে

 এই শীতের বিকেলগুলো আমার এমনিই কেটে গেছে। আমার দুঃখ পাওয়া উচিত তাই দুঃখ পাচ্ছি।


- খোলামেলা হাওয়ায় আমার খেলার মাঠ নেই। 

- ক্রিকেট ব্যাটের পাশে রঙিন টেপের বল নেই । 

- জম্পেশ আড্ডা নেই । প্রেমিকার চোখ নাচানো কৌতুক নেই । মায়ের হাতের পিঠা নেই । খোলা মাঠের কুয়াশা নেই । 


- কত কি নেই!

-  এই না থাকার বিশাল শূন্যতার ভেতরে  আমি আছি! এইতো আছি 🙂✌️

Post a Comment

0 Comments