৫০ হাজার টাকা কুড়িয়ে পেয়ে তা ফিরিয়ে দিয়ে সততার ইতিহাস আবারও বিরল সৃস্টান্ত স্থাপন করলেন রিকশাচালক নরুল ইসলাম। প্রচন্ড অভাবের মধ্যেও বেচে থেকে এমন কাজ করে বিরাট মানসিক শক্তি ও সৎ মানুষ হিসেবে উদাহরণ সৃষ্টি করেছেন তিনি।
ক. সততার পুরষ্কার গল্পে কৃতজ্ঞ ব্যক্তি কে?
খ. সকলে যে আমাকে বড় ঘৃণা করে' - কেন বলে?
গ. উদ্দীপকের রিকশাচালক নজরুল ইসলামের সজ্ঞে কোন দিক দিয়ে সততার পুরষ্কার গল্পের অন্ধ লোকটির সাদৃশ্য রয়েছে?
ঘ. উদ্দীপকের দৃষ্টান্তে সততার পুরষ্কার গল্পের মূলভাব প্রতিফলিত হয়েছে? " -- মন্তব্যটির যথার্থতা নিরূপন কর।
১৮৮৯ সালে আমেরিকার শিকাগো শহরে দৈহিক আট ঘ্ন্টা কাজ করার দাবিতে শ্রমিকেরা আন্দোলন করে। ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে শ্রমিকরা মিছিল করার সময় পুলিশ গুলিবর্ষণ করে। এতে বহু শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। এরপর তাদের দাবি মেনে নিয়ে ১৮৯০ সাল শুরু হতেই দৈনিক ৮ ঘন্টা কাজ করার বিধান চালু হয়।
ক. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়?
খ. সর্বদলীয় কর্মপরিষদ গঠিত হয় কেন?
গ. উদ্দীপকের শ্রমিক আন্দোলন ও অমর একুশে প্রবন্ধের ২১শে ফেব্রুয়ারির বিকল্প নেই।"--উদ্দীপক ও 'অমর একুশে' প্রবন্ধে আলোক উক্তিটি বিশ্লেষণ কর।
ক. শুকতারাটা কেমন করে জ্বলে?
খ. কয়লা মিনুর শত্রু ছিল কেন?
গ. উদ্দীপকের সারা 'মিনু' গল্পের কোন চরিত্রের প্রতিচ্ছবি? ব্যাখ্যা কর।
ঘ. প্রেক্ষাপট ভিন্ন হলেও মিনু ও সারা দুজনেই আশ্রয় প্রকৃতি' - উক্তিটি উদ্দীপক ও গল্পের আলোকে মূল্যায়ন কর।
0 Comments